বিজয়া সম্মিলনীতে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে কার্যত শক্তি প্রদর্শন তৃণমূলের
নিজস্ব প্রতিবেদন, সামনে একুশের নির্বাচন, তার আগে দল কোমরে গামছা বেঁধে মাঠে নেমে পড়েছে উভয় রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এমন পরিস্থিতিতে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে চলছে বিজয়া সম্মিলনী। আর এই বিজয়া সম্মিলনী কে কেন্দ্র করে কার্যত জেলাজুড়ে শক্তি প্রদর্শন করছে তৃণমূল। প্রতিটি অঞ্চলে অঞ্চলে বিজয় সম্মেলনের অনুষ্ঠানে মানুষের উপস্থিতি বিশেষ চোখে পড়ার মতো। যা কার্যত বলা চলে একুশের আগে বিশেষ পাওয়া তৃণমূলের কাছে।
রবিবার পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে তৃণমূলের তরফ থেকে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন মহিষাদলের লক্ষ্যা-২ অঞ্চল তৃনমূল কংগ্রেসের তরফ থেকে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে কয়েক’শ কর্মী-সমর্থক উপস্থিত হন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিষাদল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তিলক কুমার চক্রবর্তী, হলদিয়া পুরসভার তৃণমূল কাউন্সিলর আজিজুর রহমান, তৃণমূল নেতা ছবিলাল মাইতি, শিউলি দাস, ঘনশ্যম দেবনাথ সহ অন্যান্যরা।