অভিনব পদ্ধতিতে স্থানীয় রিক্সাওয়ালাদের হাত দিয়ে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন
নিজস্ব প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা উদয়ন সংঘ ক্লাবের পক্ষ থেকে আজ ডেবরা বাজারে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করেন স্থানীয় রিকশাওয়ালারা। এদিন ফিতে কেটে এই পুজোর উদ্বোধন করেন রিক্সাওয়ালারা। পঞ্চমতম বর্ষে পা দিলো উদয়ন সংঘের জগদ্ধাত্রী পুজো।
এই পুজোর প্রায় দেড় লক্ষ টাকা বাজেট। উদ্ভোধনের দিনিই ৩০০ জন গরীব দুস্থদের হাতে, কম্বল, শাড়ি, মাস্ক ও স্যানিটাইজার তুলে দেওয়া হয়।এরূপ অভিনব পদ্ধতিতে জগদ্ধাত্রী পুজোর উদ্ভোধনে খুশি সকলেই।