প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দুদিন ধরে আয়োজিত হল আদিবাসীদের তীরন্দাজ প্রতিযোগিতা
নিজস্ব প্রতিবেদন, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মেদিনীপুর শহর সংলগ্ন এলাকায় কুইকোটা তে দুদিন ধরে আয়োজিত হল তীরন্দাজি প্রতিযোগিতা। সংলগ্ন এলাকার আদিবাসী পুরুষ ও মহিলাদের নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করেছে যুগের প্রতিক ক্লাব। কুইকোটা এলাকার ক্লাবের সদস্যরা গত দুই বছর ধরে এই প্রতিযোগিতার আয়োজন করে আসছে। ২০২০ সালে আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার আদিবাসীদের শুধু স্থান দেওয়া হয়েছিল। এবার ক্লাবের উদ্যোগে আদিবাসী পুরুষদের সাথে আদিবাসী মহিলাদেরও স্থান দেওয়া হয়েছে। ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন এই প্রতিযোগিতা শুরু হয়েছে। প্রতিযোগিতা চলে ২৭ জানুয়ারি অর্থাৎ বুধবারও।
ক্লাব সদস্য জয়ন্ত ঘোষ বলেন, ক্লাবের পক্ষ থেকে এই প্রতিযোগিতার লক্ষ্য-পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়ের মানুষের মধ্যে থাকা সুপ্ত প্রতিভা কে খুঁজে বের করা। তাই শীতের মরসুমে জানুয়ারি মাসে এই আয়োজন করে সফল প্রতিযোগীদের বিভিন্ন পোশাক ও অন্যান্য জিনিস দিয়ে উৎসাহিত করা হয়। পুরুষদের জন্য ভালো জামা পোশাক ছাড়াও মহিলাদের জন্য শাড়ির ব্যবস্থা করা হয়েছে। দুদিন ধরে এই আয়োজনে প্রায় দুশোর বেশি পুরুষ ও মহিলা আদিবাসী অংশগ্রহণ করেছেন প্রতিযোগিতায়। এ বিষয়ে আয়োজক ক্লাব সদস্য বিশ্বজিৎ চক্রবর্তী বলেন, প্রতিযোগিতাটি আদিবাসীদের নিয়ে হলেও এই উপলক্ষে কুইকোটা এলাকার লোকজনের মধ্যে একটা উৎসবের চেহারা দেখা যায়।