সোমবার শালবনীর ধানশোলা গ্রামে উদযাপন হল আদিবাসীদের ‘গরু খুটান’ উৎসব
নিজস্ব প্রতিবেদন, সোমবার শালবনীর ধানশোলা গ্রামে গরু খুটান উৎসব উদযাপন করল আদিবাসী কুড়মি সম্প্রদায়ভুক্ত মানুষেরা। শুধু শালবনী নয় পশ্চিম মেদিনীপুর জেলার বিস্তীর্ণ জঙ্গলমহল জুড়ে এই উৎসবে মেতে উঠেন আদিবাসী, কুড়মিরা।
এদিন গরুকে একটি খুঁটিতে দড়ি দিয়ে বেঁধে চামড়ার তৈরি ঢালের মতো বস্তু নিয়ে গরুকে উত্তেজিত করা হয়। গরু রেগে গিয়ে মানুষকে গুতোয়, অন্যদিকে ঢালের সাহায্য নিজেকে রক্ষা করে মানুষেরা। একই সাথে বাজতে থাকে বাজনা। এভাবেই দফায় দফায় নিজেদের গরুকে নিয়ে খুটান উৎসবে মেতে ওঠেন আদিবাসী কুড়মি পুরুষেরা।