মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পশ্চিম মেদিনীপুরে শুরু হল ৩৮তম তাঁত বস্ত্র প্রদর্শনী ও মেলা
নিজস্ব প্রতিবেদন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরনায় ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের সহায়তায় আজ থেকে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ প্রাঙ্গণে শুরু হল ৩৮ তম তাঁত বস্ত্র প্রদর্শনী ও মেলা ২০২১। এদিন ৩৮ টি প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই প্রদর্শনী ও মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক ডাঃ রেশমি কোমল, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) শৌভিক ব্যানার্জী, সদর মহকুমা শাসক নীলাঞ্জন ভট্টাচার্য্য, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সুদীপ সরকার, জেলা শিল্প দপ্তরের জেনারেল ম্যানেজার দেবব্রত রায়, সংশ্লিষ্ট দপ্তরের কর্মাধ্যক্ষ শৈবাল গিরি সহ অন্যান্যরা। শৈবাল বাবু জানান, রাজ্যের বিভিন্ন জেলা থেকে এবার ১০২ টি স্টল এসেছে এই মেলায়। মেলা চলবে আগামী ৯ ই ফেব্রুয়ারি পর্যন্ত।