মুখ্যমন্ত্রীর অনুপ্রেরনায় খড়্গপুরে BNR গ্রাউন্ডে শুরু হল ক্রিকেট প্রতিযোগিতা
নিজস্ব প্রতিবেদন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরনায় এবং খড়গপুর পৌরসভার উদ্যোগে রবিবার থেকে BNR গ্রাউন্ডে শুরু হল ক্রিকেট প্রতিযোগিতা। খড়গপুর পুরসভার ৩৫ টি ওয়ার্ডের ক্রিকেট দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এদিন এই ক্রিকেট প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারতীয় ক্রিকেটার নমন ওঝা।
এছাড়াও ক্রিকেট প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন খড়গপুর বিধানসভার বিধায়ক প্রদীপ সরকার সহ অন্যান্য নেতৃত্বগন। উক্ত ক্রিকেট প্রতিযোগিতা চলবে আগামী ১৪ ফেব্রুয়ারী পর্যন্ত।