মুখ্যমন্ত্রীর অনুপ্রেরনায় সোমবার মেদিনীপুর সদর ব্লকের খাসজঙ্গল এলাকায় এক নতুন টয় পার্ক স্থাপনের শিলান্যাস
নিজস্ব প্রতিবেদন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরনায় সোমবার মেদিনীপুর সদর ব্লকের খাসজঙ্গল এলাকায় একটি নতুন টয় পার্ক স্থাপনের শিলান্যাস করা হল। এদিন নবান্ন থেকে ভার্চুয়ালি এই টয় পার্ক স্থাপনের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এই উপলক্ষ্যে খাস জঙ্গল এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক ডাঃ রেশমি কোমল, মেদিনীপুর সদর মহকুমা শাসক নীলাঞ্জন ভট্টাচার্য্য, জেলাপরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি, ক্ষুদ্র ও কুটির শিল্প ও অচিরাচরিত শক্তি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ শৈবাল গিরি, সহ অন্যান্য আধিকারিকগন। জেলাশাসক ডাঃ রেশমি কোমল জানান, ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই টয় পার্কটি গড়ে তোলার জন্য। ২১ টি ইন্টারপেনার্স এখানে যুক্ত রয়েছে। এই প্রকল্পটি সম্পন্ন হলে প্রায় ৬ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলেও জানান জেলাশাসক।