বদলি হয়ে গেলেন খড়গপুর সার্কেল ইন্সপেক্টর নবেন্দু দে
নিজস্ব প্রতিবেদন, হঠাৎ বদলি হয়ে গেলেন খড়গপুর সার্কেল ইন্সপেক্টর নবেন্দু দে। প্রমোশন পেয়ে নবেন্দু দে বদলি হয়ে গেলেন হাওড়াতে। আর তাঁর জায়গায় জঙ্গিপুর থেকে এলেন খড়্গপুরের লোকালে নতুন সার্কেল ইন্সপেক্টর উদয় শঙ্কর মণ্ডল।
সোমবার খড়্গপুরের লোকাল থানায় নবেন্দু বাবুকে ফুলের তোড়া দিয়ে বিদায় সংবর্ধনা জানান খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার কাজী শামসুদ্দিন আহমেদ, খড়্গপুরের এসডিপিও সুকমল কান্তি দাস, খড়গপুর লোকাল থানার ওসি মোহাম্মদ আসিফ সানি সহ অন্যান্য পুলিশকর্মীরা।