প: মেদিনীপুরে প্রজাতন্ত্র দিবসে খড়্গপুর টাউন থানার উদ্যোগে কম্বল ও ফল বিতরণ
নিজস্ব প্রতিবেদন, আজ পশ্চিম মেদিনীপুর জেলায় উজ্জাপিত হল প্রজাতন্ত্র দিবস। এই অনুষ্ঠানে এলাকার পুলিশের সহযোগিতায় ৭২তম প্রজাতন্ত্র দিবস উজ্জাপিত হয়। এদিন খড়্গপুর টাউন থানার উদ্যোগে খড়্গপুর মহকুমা হাসপাতালের সমস্ত রোগীদের হাতে ফল তুলে দেওয়া হল।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক আজমল হোসেন, খড়্গপুরের এসডিপিও দীপক সরকার ও টাউন থানার আইসি রাজা মুখার্জি। ফল দেওয়ার পাশাপাশি খড়গপুর শহরের বিভিন্ন এলাকায় গরীব দুস্থদের হাতে প্রায় ৩৫০ টি কম্বল তুলে দেওয়া হয় খড়গপুর টাউন থানার পক্ষ থেকে। এরূপ কাজে খুশি এলাকার সাধারণ মানুষেরা।