কৃষকদের ডাকা ভারত বনধের সমর্থনে খড়গপুর আইআইটির মেন গেটে টায়ার পুড়িয়ে অবরোধ বাম কংগ্রেসের
নিজস্ব প্রতিবেদন, কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আজ ৮ ডিসেম্বর দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিলেন আন্দোলনরত কৃষকরা। কৃষক স্বার্থবিরোধী কেন্দ্রের তিনটি কালো আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে তাঁদের বিরত করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষভকারীরা। ভারত বনধের সমর্থনে সকাল থেকে দেশের নানান প্রান্তে নেমেছে রাজনৈতিক দল।
কৃষি আইনের বিরুদ্ধে আজ পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর আইআইটি মেন গেটে বাম কংগ্রেসের টায়ার পুড়িয়ে অবরোধ চলে কয়েক ঘণ্টা ধরে। সকাল থেকে সেখানের রাস্তায় বেসরকারি বাস চোখে পড়েনি। বাস না চলায় রাস্তাঘাটে যাত্রীদের বহু সমস্যায় পড়তে হয়েছে। নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে ১৬টি বিরোধী দল। কংগ্রেস, বাম দলগুলি, সমাজবাদী পার্টি, আরজেডি, ডিএমকে ছাড়াও আন্দোলনকে সমর্থন করছে শিবসেনা, বিএসপি, আম আদমি পার্টি। সকাল থেকেই দেশের নানান প্রান্তে রেল ও সড়ক অবরোধ, মিছিল, পিকেটিং চলছে।