কৃষি আইন বাতিলের দাবিতে নারায়ণগড়ের রাস্তায় পথ অবরোধ করল বামপন্থী কৃষক সংগঠন
নিজস্ব প্রতিবেদন, তিনটি কৃষি আইন বাতিল ও বিদ্যুৎ বিল বাতিল সরকারি সহায়ক মূল্য সব ধরনের ধান ক্রয়ের দাবিতে শুক্রবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে পথ অবরোধ ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি বামপন্থী কৃষক সংগঠনের।
নারায়ণগড় থানা থেকে একটি মিছিল শুরু হয় চাত্রীভাড়া গিয়ে শেষ হয় এবং একটি পথ সভার আয়োজন করা হয়। এই সভা থেকে জানানো হয়, যদি কৃষি আইন না বাতিল করা হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামবে বামপন্থী কৃষক সংগঠনের। এরপর চাত্রীভাড়া এলাকায় অবস্থান বিক্ষোভ করে ও রাস্তায় ধান ঢেলে পথ অবরোধ করে সংগঠনের সদস্যরা। এই পথ অবরোধের ফলে যানজট সৃষ্টি হয় এলাকায়। পরে পুলিশি হস্তক্ষেপে পথ অবরোধ উঠিয়ে নেওয়া হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য নেতা তাপস সিনহা, মদন বসু সহ একাধিক সিপিএমের দাপুটে নেতারা।