সাতদফার দাবিতে প: মেদিনীপুরের খড়গপুর শহরে বামেদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদন, বামেদের সাতদফার দাবিতে জেলায় জেলায় বিক্ষিপ্ত বনধ। বনধকে ঘিরে সকাল থেকেই উত্তেজনার সৃষ্টি। বনধের জেরে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের বিভিন্ন দোকানপাট বন্ধ থাকলেও আজ সকালে ট্রেন ও রাস্তায় সরকারি বাস চলাচল করতে দেখা যায়। অন্যদিকে বাম কংগ্রেসের পক্ষ থেকে প্রেম বাজারে খড়গপুর কেশিয়াড়ি রাজ্য সড়কে সরকারি বাস অবরোধ করে।
কিছুক্ষন পরেই আইআইটি ফাঁড়ির পুলিশ পৌঁছে এই অবরোধ জোর করে তুলে দেয়। এবং পুলিশ সেখানে ১৪ জন অবরোধকারীদের আটক করেন। পাশাপাশি বিক্ষোভকারীরা খড়গপুর আইআইটির গেট অবরোধ করতে গেলে, পুলিশ পৌঁছে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে, সেখান থেকে নয় জনকে আটক করে।