আগামীকাল লোকাল ট্রেন চালু, খড়গপুর স্টেশনে চলছে প্রস্তুতিপর্ব
নিজস্ব প্রতিবেদন, করোনার জেরে প্রায় ৮ মাস বন্ধ ছিল লোকাল ট্রেন। সমস্যায় পড়েছিলেন নিত্যযাত্রীরা। কবে চালু হবে লোকাল ট্রেন সেই দিকেই নজর ছিল সাধারণ মানুষের। বিভিন্ন জায়গায় রেল অবরোধ শুরু হয়ে যায় লোকাল ট্রেন চালুর দাবিতে। দীর্ঘ প্রতীক্ষার পর রেল কর্তৃপক্ষ ঘোষণা করা হয় আগামী ১১ ই নভেম্বর রাজ্যে চালু হতে চলেছে লোকাল ট্রেন।
আর এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে সমস্ত স্টেশনে চলছে প্রস্তুতিপর্বের কাজ। ঠিক সেই মতোই দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়গপুর স্টেশন পিছিয়ে নেই। প্রস্তুতির কাজ চলছে সেখানেও। আগামীকাল অর্থাৎ বুধবার চালু হচ্ছে লোকাল ট্রেন। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য স্টেশন চত্বরে গোলদাগ দেওয়া হচ্ছে। স্যানেটাইজেশনের মেশিন রাখা হয়েছে। মেডিকেল টীমের ব্যবস্থা থাকবে। এর পাশাপাশি রেলের পক্ষ থেকে যাত্রীদের থার্মাল স্কেনিং করা হবে, বলে জানান ডেপুটি স্টেশন ম্যানেজার দিবাকর বেহেরা।