মৃত মহিলার খুনিকে দ্রুত শাস্তির দাবিতে ইসলামপুর এলাকায় পথ অবরোধ এলাকাবাসীদের
নিজস্ব প্রতিবেদন, এক মহিলার মৃতদেহ উদ্ধারকে নিয়ে পথ অবরোধ এলাকাবাসীদের। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার অন্তর্গত ইসলামপুর এলাকায়। আজ সকালে এলাকাবাসীরা স্থানীয় মিনা কেড়াই নামে এক মহিলাকে মাঠের মধ্যে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। ডেবরা থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।
মৃতের দেওর রমেশ কেড়াই বলেন, গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে ছিলেন ওই মহিলা। আর ফেরেননি তিনি। সকালে মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় মাঠের মধ্যে। কিভাবে মারা গেছে তা এখনো জানা যায়নি। এরপরই এলাকার লোকেরা গোদা বাজার রাজ্য সড়ক অবরোধ করে। তাদের অনুমান মহিলাকে খুন করা হয়েছে। দুষ্কৃতীদের দ্রুত শাস্তির দাবি জানিয়ে তারা এদিন পথ অবরোধ করে।