মাতকাৎপুর এলাকার একটি মাঠ জবরদস্তি দখলের অভিযোগ এনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ স্থানীয়দের
নিজস্ব প্রতিবেদন, মেদিনীপুরের মাতকাৎপুর এলাকার একটি মাঠ খড়গপুর আইআইটি জোর করে দেওয়াল দিয়ে ঘিরে দেওয়াকে কেন্দ্র করে প্রতিবাদ এলাকাবাসীদের। এমনটাই অভিযোগ জানাল স্থানীয় যুবক সংঘ ক্লাবের সদস্যদের। আজ ক্লাবের সদস্যরা স্থানীয় এই মাঠে ছোট ছোট বাচ্চাদের হাতে এবং মহিলারা হাতে প্ল্যাকার্ড ধরে প্রতিবাদ জানায়।
তাদের দাবি, “দীর্ঘ বছর ধরে এই মাঠ এই এলাকার সবাই ব্যবহার করতো। হঠাৎ করে আইআইটি আমাদের সাথে কোনো কথাবার্তা না বলে স্থানীয় ওই মাঠের কিছুটা অংশে দেওয়াল তুলে দখল করার প্রয়াস চালাচ্ছে”। যে অংশে দেওয়াল তোলা হচ্ছে ওই অংশটি আইআইটির নয় বলে দাবি ক্লাবের সদস্যদের। এদিন তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে এই কারণে প্রতিবাদ করে। পাশাপাশি ম্যাথ ঘিরে দেওয়ার ফলে ছোট বাচ্চাদের খেলার জায়গায় চলে গিয়েছে।