কোলাঘাটকে ‘ড্রাগ-নেশা’র বিরুদ্ধে বিক্ষোভ মিছিল এলাকাবাসীদের – মেদিনীপুরের খবর

Breaking News

কোলাঘাটকে 'ড্রাগ-নেশা'র বিরুদ্ধে বিক্ষোভ মিছিল এলাকাবাসীদের

কোলাঘাটকে ‘ড্রাগ-নেশা’র বিরুদ্ধে বিক্ষোভ মিছিল এলাকাবাসীদের

কোলাঘাটকে ‘ড্রাগ-নেশা’র বিরুদ্ধে বিক্ষোভ মিছিল এলাকাবাসীদের

নিজস্ব প্রতিবেদন, লুকিয়ে – চুরিয়ে অবৈধ মদের ব‍্যবসা নতুন কিছু নয়। তা নিয়ে মাঝে মধ্যেই ধরপাকড় চলে, কিছুদিন বন্ধ থাকে আবার পুনরায় শুরু হয়ে যায়। এরসাথে ইদানিংকালে মাদকপাতা পুড়িয়ে তার ধোয়ায় মারনঘাতি ড্রাগের নেশায় মেতে উঠেছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট শহরের একটা বড় অংশের কিশোর ও যুবসমাজ। এই নেশার বিরুদ্ধে এবার পথে নামল এলাকার মানুষ। মূলত যুব সমাজকে ধ্বংসের পথ থেকে মূল রাস্তায় ফিরিয়ে আনার লক্ষ্যেই এই বিক্ষোভ প্রদর্শন। পাশাপাশি প্রশাসনকে আরো সজাগ থাকার বার্তা এলাকাবাসীর। নেশার বিরুদ্ধে
এদিন মূলত ক্ষতিগ্রস্ত পরিবার গুলির মহিলা সদস‍্যারা মিছিল বের করেন ও বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখান। পোস্টার ব‍্যানার শ্লোগানে অবিলম্বে এই পাতা ড্রাগের নেশা বন্ধে এবং প্রশাসনিক ব‍্যবস্থা গ্রহনের জন্য জোরদার দাবি তোলা হয়েছে।

মিছিল-বিক্ষোভে অংশগ্রহনকারী পক্ষে জানানো হয়, মূলত বড়িষা, বাড়বড়িশা, কোলা, পাইকপাড়ি সহ কয়েকটি গ্রামের সীমানা অতিক্রম করে এই সর্বনাশা নেশার প্রবনতা দ্রুত ছড়িয়ে পড়ছে বৃহত্তম এলাকায়। দিনে এবং রাতের অন্ধকারে একটু আড়াল-আবডালে সাইকেল,বাইকে হাজির হয় এই মাদকপাতা বিক্রির ভ্রাম্যমাণ দল। একশ্রেণীর কিশোর-যুবক ঘরের ঘটিবাটি থেকে মায়ের গহনা এমনকি সংসারের নানা সামগ্রী বিক্রি করে সেই পয়সায় এই নেশায় বুদ হচ্ছে।
ইতিমধ্যে এই নেশার কবলে মারা যাওয়া থেকে অসুস্থ হয়ে কোন রকমে বেঁচে আছে এই দৃষ্টান্ত ভুরি ভুরি আছে বলে অভিযোগ করা হয়। নতুনবাজার পূর্বদাসপাড়ার গৃহবধূ রেবা দাস, শঙ্করী রায়, পূর্ণিমা সিং, জয়ন্তী রানা সহ প্রায় চল্লিশজন।

একসাথে এনারা দাবী করেন “আমরা দফায় দফায় পুলিশ, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি , বি ডি ও স‍্যারকে দলবদ্ধভাবে মৌখিক ও লিখিত আকারে বারবার জানিয়েছি। তা স্বত্বেও এই মাদকপাতা বিক্রি বন্ধের কোন উদ্যোগ নেওয়া হয়নি। এমনকি আমরা পাতাসহ বিক্রেতাদের হাতেনাতে ধরে প্রায় শতাধিক মানুষ মিলে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিয়েছি। হতাশার বিষয়, তারপর দিনই তাকে বুক ফুলিয়ে মোটরসাইকেল নিয়ে দাপিয়ে বেড়াতে দেখেছি। আমাদের কাতর প্রার্থনা আমাদের ঘরের ছেলেপুলেদের এই মারনঘাতি ড্রাগের নেশা থেকে রক্ষা করুন। আমরা কাকে বলব, কার কাছে যাব, যাঁরা আমাদের কথা শুনবে।”

বাড়বড়িশা গ্রামের গীতা দাস বলেন, “এই নেশায় আমার ছেলে নিজেও শেষ হচ্ছে, আমাদেরকেও শেষ করছে”। বড়িশা গ্রামের মালা মাইতি বলেন, “আমার দুটি শিশু সন্তান। আমার স্বামী সংসারে পয়সা দেয়না। উপরন্তু ঘরের সব বিক্রি করে আমার সংসারটা একেবারে শেষ করে দিল। আমাদের বাঁচান, বন্ধ করুন এই সর্বনাশা পাতার ধোঁয়ার নেশা”। এই মারনঘাতি নেশার গুরুতর অসুস্থ হয়ে পড়া এই এলাকার প্রায় সাতজনকে তাদের অভিভাকরা অ্যাসাইলাম সেন্টারে ভর্তি রেখে চিকিৎসা করছেন। এইসব ক্ষতিগ্রস্তরা বিভিন্ন দফতরে গিয়ে বারবার লিখিতভাবে জানিয়েছেন, তার নথিপত্র সব সযত্নে রেখেছেন। এই বিক্ষোভ প্রদর্শনের পর প্রশাসন কতটা সহায়ক হবে? অন্যদিকে যুব সমাজ ধ্বংসের পথ থেকে কতটা বের হবে? তা নিয়ে প্রশ্ন চিহ্ন রয়েই যাচ্ছে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *