পশ্চিম মেদিনীপুরে ৬০নম্বর জাতীয় সড়কের উপর বড়সড় দুর্ঘটনা, গুরুতর জখম ১
নিজস্ব প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার অন্তর্গত বেহালা এলাকায় ৬০নম্বর জাতীয় সড়কের উপর পথ দুর্ঘটনায় গুরুতর আহত হল এক ব্যাক্তি। সূত্রের খবর, ওই ব্যক্তি শুক্রবার বাইকে করে বিকেলে দাঁতন থেকে খড়গপুরের দিকে যাচ্ছিলেন। সেসময় বেলদার বেহালা এলাকায় জাতীয় সড়কের একটি লরি চলন্ত বাইকটিকে ধাক্কা মেরে চলে যায়।
বেলদা থানার পুলিশ গিয়ে গুরুতর আহত অবস্থায় ওই ব্যাক্তিকে উদ্ধার করে বেলদা গ্রামীন হাসপতালে নিয়ে যায়। বাইক আরোহীর অবস্থার অবনতি হলে তাকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।শেষ খবর পাওয়া পর্যন্ত, ওই ব্যাক্তির কোনো পরিচয় জানা যায়নি। গোটা ঘটনাটির তদন্ত চালাচ্ছে পুলিশ। লরিটির খোঁজ চলছে।