বিজয়া সম্মেলনী সভা থেকে ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মসনদে বসানোর ডাক
নিজস্ব প্রতিবেদন, গতকার অর্থাৎ শুক্রবার দাঁতন ২ নম্বর ব্লকের জানাবাড় গ্রামের পৌষ মেলার মাঠে বিজয়া সম্মেলনী সভার আয়োজন হয়। এই সভা ২১৯ বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটির তরফে হয়েছিল। সভায় উপস্থিত ছিলেন বহু তৃণমূল নেতা-নেত্রীগন।
এদিনের উক্ত সভায় উপস্থিত সকলে ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মসনদে বসানোর ডাক দেন। এদিনের এই সভায় প্রায় ১০ হাজার তৃণমূল সমর্থক যোগদান করেছেন। সভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি এবং এলাকার বিধায়ক বিক্রম প্রধান। পাশাপাশি এই সভায় উপস্থিত ছিলেন জেলার একাধিক বিধায়ক সহ একাধিক নেতৃত্ব।