‘মসনদে মমতাই’, মেদিনীপুর কর্মিসভায় ঘোষণা সুব্রত বক্সির। – মেদিনীপুরের খবর

Breaking News

‘মসনদে মমতাই’, মেদিনীপুর কর্মিসভায় ঘোষণা সুব্রত বক্সির।

মেদিনীপুরের কর্মীসভায় সুব্রত বক্সি

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর: বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলার ক্ষমতায় তৃতীয়বারের জন্য ফিরছে মমতা ব্যানার্জির সরকারই।প্রকাশ্যে কর্মিসভায় সাফ জানিয়ে দিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সাংসদ সুব্রত বক্সি। 

রবিবার মেদিনীপুর শহরে জেলা পরিষদের প্রদ্যুৎ স্মৃতি সদনে এক কর্মীসভায় একথা জানানোর পাশাপাশি সুব্রত বক্সি নেতা-কর্মীদের স্মরণ করিয়ে দেন,’২১’ এর নির্বাচন আমরা জিতছিই,এবিষয়ে কোনো সন্দেহ নেই । আমাদের আসল লড়াই ২০২৪ সালে।এর সেটা হলো বিজেপিকে ক্ষমতাচ্যুত করার লড়াই’।

সম্প্রতিক বেশ কিছু সাংসদ ও বিধায়কের তৃণমূল ছাড়ার প্রসঙ্গ উল্লেখ করে তিনি জানান,’তৃণমূল একটা বিরাট বড়ো গাছ। স্বাভাবিক ভাবেই ঝড় , বৃষ্টির কারণে সেই গাছের কিছু পাতা পড়বে। কিন্তু এতে গাছের কোনো অসুবিধা হবে না। কারণ আবার নতুন পাতা গজাবে’।আগামী দিনে কর্মীদের মধ্যে থেকেই আবার সাংসদ ,বিধায়ক হবে।

তৃণমুল সভাপতির কথায়,’৩৬ বছর ধরে রাজনীতি করছেন মমতা ব্যানার্জি ।এমন অনেক ঘাত প্রতিঘাত দেখেছেন,এসব ছোটো ছোটো বিষয় নিয়ে এখন ভাবার সময় নয়’।
আগামী বিধানসভা নির্বাচন নিয়ে নানারকম জল্পনা চালানো হচ্ছে। বিজেপির পক্ষ থেকে এসব কারসাজি করানো হচ্ছে।

একুশে নির্বাচন বিজেপির অস্তিত্ব বিপন্নের নির্বাচন । সারা দেশের বিজেপি বিরোধী শক্তির কাছে মমতা ব্যানার্জি লড়াইয়ের অন্যতম মুখ’।
তাই লাগাতার কুৎসা , অপপ্রচার চালাচ্ছে।কিন্তু এতে লাভ হবে না।প্রতিদিনই নতুন নতুন কল্পনা আর জল্পনা কে টেনে তুলছে।আর সেসবই প্রচার মাধ্যমে তুলে ধরা হচ্ছে। তৃণমূল কে ঠেকাতে সব রকমের শক্তি প্রয়োগ করছে বিজেপি। ওদের ভয় মমতা ফিরলে ওদের আর ২০২৪ এ ফেরা হবে না’।

এছাড়াও সুব্রত বক্সি জানান,’ বিজেপির সব জল্পনায় জল ঢেলে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মমতা ব্যানার্জি তৃতীয় বারের জন্য বাংলার ক্ষমতায় ফিরবেন। ২০১৯ এর লোকসভা ভোটের ফলাফল দেখে অনেকে হয়তো আশাহত হয়েছিলেন। আমাদের কিছু নেতা কর্মীদের আচার ,আচরণ , ব্যবহার , ঔদ্ধত্য সাধারণ মানুষ ভালো চোখে নেননি । কিন্তু যখন দিদিকে বলো কর্মসূচি শুরু হলো এরপর থেকে বঙ্গধ্বনি  যাত্রা , দুয়ারে সরকার , পাড়ায় পাড়ায় সমাধান , একের পর কর্মসূচি ও প্রকল্প মানুষকে তৃণমূলের ওপর আস্থা বাড়িয়ে তুলেছে। মানুষ দুহাত তুলে আশীর্বাদ করছেন’।

রবিবারের এই কর্মীসভায় উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি , বিধায়ক আশীষ চক্রবর্তী , দীনেন রায় , প্রদ্যোত ঘোষ ছায়া দোলই, তৃণমূল কংগ্রেসের নেতা গোপাল সাহা, সুজয় হাজরা,ও বিশ্বনাথ পাণ্ডব সহ আরো একাধিক দলীয় নেতারা।

BJP Rathyatra Cpim DYFI KOLKATA POLICE Locket Chatterjee SFI subrata boxi tmc কৃষকঐক্য কৃষিবিল খড়্গপুর আইআইটি জয়া দত্ত জয়েন্ট অ্যাকশন কমিটি তৃণমুল তৃণমুল কংগ্রেস দিলীপ ঘোষ দোলা সেন পশ্চিম মেদিনীপুর বিজেপি মদন মিত্র মালা রায় সবং সারা ভারত কৃষক ও ক্ষেতমজুর সংগঠন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *