পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য ও সরবরাহ স্থায়ী সমিতির বৈঠক
নিজস্ব প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য ও সরবরাহ স্থায়ী সমিতির বৈঠক অনুষ্ঠিত হল মঙ্গলবার। বৈঠক উপস্থিত ছিলেন খাদ্য কর্মাধ্যক্ষ অমূল্য মাইতি সহ অন্যান্য ব্যক্তিগণ।
এদিনের এই বৈঠক থেকে জেলার খাদ্য কর্মাধ্যক্ষ অমূল্য মাইতি বলেন, “গণবন্টন ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে হবে, মুখ্যমন্ত্রী বারবার এটাই বলছেন। রেশন প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। খাদ্যদ্রব্যের গুণগত মানের সাথেও কোনো আপোষ করা হবেনা। এই সমস্ত বিষয়ে বার্তা দেওয়ার জন্যই এই বৈঠক ডাকা হয়েছে।”