‘বিধায়িকা গীত রানি ভুঞ্যা ২০২১ -এর বিধানসভা ভোটে জিতে গিয়েছে’, মন্তব্য তৃণমূল নেতা ব্রাত্য বসুর
নিজস্ব প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের সবং হাইস্কুল মাঠে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী কালা কৃষি আইন, নিত্য প্রয়োজনীয় জিনিস ও পেট্রপন্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সবং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্দোগে এক জনসভার আয়োজন হয়। যেখানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা ব্রাত্য বসু, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশ ভট্টাচার্য, রাজ্য সভার সাংসদ মানস রঞ্জন ভুঞ্যা সবংয়ের বিধায়িকা গীত রানি ভুঞ্যা সহ জেলা নেতৃত্ব, ও ব্লকের নেতা নেতৃত্বরা।
এদিন তৃণমূল নেতা ব্রাত্য বসু সবংয়ের জনসভা থেকে বিরোধীদের কটাক্ষ করে বলেন, “সবংয়ে খেলা হবেনা, খেলা হয়ে গিয়েছে এবং সবংয়ের বিধায়িকা গীত রানি ভুঞ্যা ২০২১ এর বিধানসভা দ্বিতীয়বারের জন্য বিপুল সংখ্যক ভোটে জিতে গিয়েছে”। এছাড়াও নাড্যাজির প্রসঙ্গ টেনে এনে বলেন, “নাড্যা এরা তো ডেলি প্যসেঞ্জার হয়ে গিয়েছেন এবং অমিত শাহ ভাবছেন বাংলার বিজেপি নেতাদের দিয়ে হবে না, তাই ডেলি প্যাসেঞ্জারের মতো আসে বাংলাতে”।