ধ্বংসের মুখে ইতিহাসের স্মারক
নিজস্ব প্রতিবেদন, ধ্বংসের মুখে ইতিহাসের স্মারক। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পুরসভার ১১ নং ওয়ার্ড দক্ষিণবাজার এলাকায় থাকা ঐতিহ্যের জোড় বাংলো মন্দিরটি ধ্বংসের মুখে। লোক মুখে শোনা গিয়েছে, এখানে রাম – সীতা এসে থেকেছিলেন। কিন্তু বর্তমানে দক্ষিণ বাজারের মন্দিরটিতে কোনও বিগ্রহ নেই। বিগ্রহগুলো অন্য একটি আশ্রমে নিয়ে গিয়ে পূজিত হচ্ছে।
জানা যায়, প্রায় পাঁচশো বছর আগে ভানরাজার আমলে রাম-সীতার অষ্টধাতুর বিগ্রহ সমেত টেরাকোটার তৈরি এই জোড় বাংলো মন্দির গড়ে উঠে। মাঝে মাঝে এই মন্দিরে পুজো হয়। তবে বর্তমানে রক্ষণাবেক্ষণ ও নজরদারির অভাবে জঞ্জালে ঢাকা পড়ে গিয়েছে মন্দিরটি। স্থানীয়দের নিজস্ব কাজে তাদের অপ্রয়োজনীয় জিনিস সেখানে ফেলে জঞ্জাল তৈরী করেছে। এ ব্যাপারে প্রশাসনকে জানানো হলেও তাদের কোনো ভ্রূক্ষেপ নেই বলে জানান স্থানীয় এক দোকানদার।