দিল্লির ঐতিহাসিক কৃষক আন্দোলনের সমর্থনে দুই শতাধিক মহিলার অবস্থান বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদন, আজ ৭ ই জানুয়ারি, AIMSS পশ্চিম মেদিনীপুর জেলার আহ্বানে মা- বোনেদের অবস্থান হয় শহরের বিদ্যাসাগর মূর্তির পাদদেশে। প্রায় দুই শতাধিক মহিলা এই অবস্থানে সামিল হন। শুরুতে একটি মিছিল শহর পরিক্রমা করে। দিল্লির ঐতিহাসিক কৃষক আন্দোলনকে সংহতি জানিয়ে, সর্বনাশা কৃষি ও বিদ্যুৎ আইন সম্পূর্ণ প্রত্যাহারের দাবিতে এই কর্মসূচি।
অবস্থান বিক্ষোভে বক্তব্য রাখেন AIMSS এর জেলা সম্পাদিকা ঝর্ণা জানা, জেলা সভানেত্রী অর্চনা বেরা, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্যা সুনিতা গুপ্ত, দীপালি মাইতি, কনিকা চক্রবর্তী, কাকলি ভূঞ্যা প্রমুখ। তূর্যতান সঙ্গীত গোষ্ঠী গান পরিবেশন করেন। হয় আবৃত্তি ও গণসঙ্গীত। সিংহু বর্ডারে কৃষকদের আন্দোলনের মধ্যে থাকা এক স্বচ্ছাসেবক ছাত্র প্রতিনিধি দল আজই দিল্লি থেকে ফিরেছেন। তাদের মধ্য থেকে সঞ্জয় দাস অবস্থানে তার অভিজ্ঞতা রাখেন। কৃষকদের অদম্য তেজের কথা শ্রদ্ধার সঙ্গে তুলে ধরেন।
ঝর্ণা জানা জানান, “দিল্লির চলমান ঐতিহাসিক কৃষক আন্দোলনে হাজার হাজার কৃষক রমণীগণ সামিল হয়েছেন। ৫০ জনেরও বেশি কৃষক শহীদের মৃত্যু বরণ করেছেন। আমাদের সংগঠনের একদল প্রতিনিধি দিল্লির ঐতিহাসিক কৃষক আন্দোলনের মধ্যে উপস্থিত হয়েছেন। এই সর্বনাশা আইন বাতিলের দাবিতে দিল্লির লড়াই এর পাশে থেকে আমাদের সংগঠনের উদ্যোগে লাগাতার আন্দোলনের কর্মসূচি চলবে”।