প্রয়াত মেদিনীপুরের বিধায়ক তথা রিটায়ার্ড এমপ্লয়েজ ফেডারেশনের চেয়ারম্যান মৃগেন মাইতি
নিজস্ব প্রতিবেদন, চলে গেলেন মেদিনীপুরের এমএলএ MKDA -এর চেয়ারম্যান মৃগেন মাইতি। বহুদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। এসএসকেএম -এর উডবার্ন ওয়ার্ডে ভর্তি ছিলেন তিনি। মৃগেন্দ্রনাথ মাইতি একজন রাজনীতিবিদ এবং বিধানসভার সদস্য (এমএল.এ) ছিলেন। তিনি ২০১১ সালের বিধানসভা নির্বাচনে মেদিনীপুর থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে নির্বাচিত হয়েছিলেন।তাঁর মৃত্যুতে শোকাহত গোটা রাজনৈতিক মহল।