তিন কৃষি আইন, পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ সহ নির্বাচনী প্রচারে নামল তৃণমূল
নিজস্ব প্রতিবেদন, ভোট যতই এগিয়ে আসছে ততই সরগরম হচ্ছে রাজনীতি। শাসক হোক বা বিরোধী প্রচারে এগিয়ে থাকতে চাইছে উভয়েই। তিনটি কৃষি আইন বাতিল, পেট্রোল ডিজেল, রান্নার গ্যাসের অস্বাভাবিকমূল্য বৃদ্ধির প্রতিবাদ সহ নির্বাচনী প্রচারে নামল তৃণমূল। বৃহস্পতিবার কেশিয়ারি ব্লকের গগনেশ্বর গ্রাম পঞ্চায়েত এলাকার কাঁড়ারোল বুথ এলাকায় মিছিল করে যুব তৃনমূল কংগ্রেস। এদিন মিছিল কাঁড়ারোল বুথ এলাকা থেকে শুরু হয়ে দোনাপুরে এসে শেষ হয়। যুব তৃনমূল কংগ্রেসের উদ্যোগে এদিনের মিছিল থেকে কেন্দ্রের জনবিরোধী নীতির বিরোধিতা করে পথ হাঁটেন যুব কর্মী সমর্থকেরা।
মিছিল শেষে অঞ্চলের দনাপুর এলাকায় পথসভা সংগঠিত হয়। কেন্দ্রের জনবিরোধী নীতি সহ পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এদিনের এই কর্মসূচি বলে জানান যুব তৃনমূল কংগ্রেসের রাজ্য সম্পাদিকা কল্পনা শীট। পাশাপাশি তিনি, গগনেশ্বর ৯ নং গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে তোপ দাগেন। গ্রাম প্রধান তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক সহ জনসাধারণকে রাজ্য সরকারের প্রকল্প থেকে বঞ্চিত করছেন বলে অভিযোগ। মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন রাজ্য যুব সম্পাদিকা কল্পনা শীঠ,ব্লক তৃনমূল কংগ্রেসের সহ সভাপতি পবিত্র শীঠ,ব্লকের যুব সভাপতি সঞ্জয় গোস্বামী, গগনেশ্বর ৯ নং অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি রামকৃষ্ণ খাটুয়া সহ অঞ্চলের নেতৃত্বরা।