গতকাল পশ্চিম মেদিনীপুরে উজ্জাপিত হল ‘জাতীয় ভোটার দিবস’
নিজস্ব প্রতিবেদন, গতকাল অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের ঠিক আগের দিন সারা দেশ জুড়ে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস। তারই অংশ হিসেবে গতকাল পশ্চিম মেদিনীপুর জেলাশাসকের কার্যালয়ের সামনে কালেক্টরেট কম্পাউন্ডে এক অনুষ্ঠান উজ্জাপিত হয়। সেই অনুষ্ঠানে জেলার বিভিন্ন মহকুমার, বিভিন্ন ব্লকের সেরা আধিকারিক ও সেরা BLO দের পুরস্কৃত করা হয়।
এছাড়াও চলতি বছর যারা নুতন ভোটার হয়েছেন, তাদের হাতে নুতন ডিজিট্যাল এপিক কার্ড তুলে দেওয়া হয়। মেদিনীপুর সদর ব্লক এর সেরা BLO হয়েছেন ২২৪ NO বুথের BLO অরুণ কুমার সাউ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক ডাঃ রশ্মি কোমল, অতিরিক্ত জেলাশাসক প্রতিমা দাস সহ বিভিন্ন মহকুমার মহকুমাশাসক ও বিভিন্ন ব্লকের BDO রা। উক্ত অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান জেলাশাসক।