নেতাজি ব্যায়ামাগার ক্লাবের পক্ষ থেকে আজ খড়্গপুরে আয়োজিত হল ‘রক্তদান শিবির’
নিজস্ব প্রতিবেদন, আজ ২৬ শে জানুয়ারি, নেতাজি ব্যায়ামাগার ক্লাবের পক্ষ থেকে আজ পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের তালবাগিচাতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবির ১০ বছরে পদার্পণ করল।
করোনা আবহে সংকটের দিনে রক্তের আকাল পড়েছিল গোটা দেশে। সে সময় দেশের বহু মানুষ রক্ত দানের মাধ্যমে পাশে দাঁড়িয়েছিলেন। এদিন প্রজাতন্ত্র দিবসের দিনে ৩০ জন রক্তদাতা তালবাগিচার রক্তদান শিবিরে রক্ত দান করলেন। এই রক্ত খড়্গপুর মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাঙ্কে সংগ্রহ করা হবে বলে জানা গিয়েছে।