শালবনীতে চিকিৎসা পরিষেবা খতিয়ে দেখতে হাসপাতালগুলো ঘুরে দেখলেন অফিসার অফ স্পেশাল ডিউটি ডাঃ ঢালী
নিজস্ব প্রতিবেদন, শালবনীতে চিকিত্সা ঠিকঠাক হচ্ছে, কিন্তু আরও যাতে ভালো করা যায়, সেদিকেই নজর দিতে বলা হয়েছে। আজ পশ্চিম মেদিনীপুর জেলার করোনা চিকিত্সা কেন্দ্রগুলিতে আরও ভালো চিকিত্সা পরিষেবা যাতে দেওয়া যায়, সে বিষয়ে খতিয়ে দেখতে জেলার শালবনী কোভিড লেবেল ৪ হাসপাতাল পরিদর্শন করলেন রাজ্যের অফিসার অফ স্পেশাল ডিউটি (covid 19) ডাঃ গোপালকৃষ্ণ ঢালী।
এদিন শালবনী পরিদর্শনের পর মেদিনীপুর মেডিক্যাল কলেজে জেলার স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে একটি বৈঠক করেন ডাঃ ঢালী। পরে সাংবাদিকদের জানান, “সরকার যতটা সম্ভব টেস্ট বাড়িয়েছে। তবে জেলায় মৃত্যুর হার ধীরে ধীরে কমছে। তবে আমাদের সবাইকে এক সাথে কাজ করতে হবে এবং সরকারের যে পরিকাঠামো রয়েছে, সেটাকে আরও শক্ত কিভাবে করা যায়। রোগীকে আরও ভালো করে মনিটর কিভাবে করা যায় সেদিকটা নিশ্চিত করা হচ্ছে। তবে যেহেতু এখন আমাদের কোভিড নিয়ে থাকতে হবে, তাই বেড সংখ্যা যত বাড়ানো যায়, সেটা রোগীর পক্ষে ভালো”। তিনি আরও বলেন, “এভাবে জেলা গুলো ভিসিট করছি, রোগীদের সাথে কথা বলছি, জুনিয়র ডাক্তারদের সংগে ডিসকাস করছি। পাশাপাশি তাঁদের নতুন আইডিয়া দেওয়া হচ্ছে”। স্বাস্থ্য পরিষেবার উন্নত করতে হলে রোগীর সঙ্গে সব থেকে বেশি সময় কাটানো দরকার বলেও তিনি মনে করেন। তবে তিনি স্বীকার করেন, শালবনী কোভিড হাসপাতালে এখনও কিছু ত্রুতিবিচ্যুতি রয়েছে। সেগুলো যাতে না থাকে সেদিকে নজর দিতে বলা হয়েছে।