হার্মাদ মুক্ত দিবস বর্ষপূর্তিতে পথসভায় মানুষের ঢল খেজুরিতে
নিজস্ব প্রতিবেদন, ২৪শে নভেম্বর অর্থাৎ মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার খেজুরী হার্মাদ মুক্ত দিবস বর্ষপূর্তিতে বাঁশগোড়া হইতে কামারদা বাজার পর্যন্ত বিশাল পদযাত্রায় আয়োজন করা হয়। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। এই পদযাত্রায় কয়েক হাজার মানুষের উপস্থিতি ছিলেন। যেখানে পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর অনুগামীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এদিন পদযাত্রা শেষে কামারদা বাজার এলাকায় এক পথসভার আয়োজন করা হয়। পথসভায় বক্তব্য রাখতে গিয়ে পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী বিগত বাম আমলে হার্মাদদের অত্যাচারের কথা তুলে আনেন। তিনি বলেন, সেই সময় এলাকার মানুষজন গর্জে উঠেছিল। পাশাপাশি এলাকার বিভিন্ন নেতৃত্তের নাম প্রকাশ করেন তিনি, তিনি বলেন, “সেই সময় এসেছিলাম কামারদা এলাকায় যেখানে হার্মসরা উপস্থিত ছিল, আমাকে দেখে হার্মাদের নেতারা হকচকিয়ে গিয়ে ছিল অর্থাৎ হতভম্ব হয়ে পড়েছিল, তখন আমরা তারা করি হার্মাদ বাহিনি কে এবং হার্মাদ মুক্ত করি গোটা এলাকা। তখনও এসেছিলাম খেজুরি তে এখনও এসেছি খেজুরি তে”।