অভিযোগের ভিত্তিতে ১১ টা চুরির মোবাইল সহ ৩ জনকে গ্রেফতার করল কেশিয়াড়ি থানার পুলিশ
নিজস্ব প্রতিবেদন, আবারও বড় সাফল্য পেল পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে চুরি যাওয়া ১১ টা মোবাইল সহ ৩ জনে কে আটক করলো কেশিয়ারি থানার পুলিশ।
প্রসঙ্গত কয়েকদিন আগে কালীপুজোর সময় মোবাইল চুরি হওয়ার অভিযোগ দায়ের হয় কেশায়াড়ি থানায়। অভিযোগ পেয়ে কেশিয়াড়ি থানার পুলিশ তদন্তে নাম। তদন্তে নেমে ৩ জন ছিনতাইবাজ সহ ১১ টি মোবাইল উদ্ধার করে। শুক্রবার এক সাংবাদিক বৈঠক করে একথা জানান বেলদা পুলিশ মহকুমা আধিকারিক সুমন কান্তি ঘোষ। এদিন বৈঠকে আরও ছিলেন কেশিয়াড়ি থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্বজিৎ হালাদার। পুলিশের এই সাফল্যকে যথেষ্ট সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষ।