প্রজাতন্ত্র দিবসের দিন মেদিনীপুর শহরে মহাযজ্ঞ এবং ভারত মাতার পুজো করল বিজেপি
নিজস্ব প্রতিবেদন, মেদিনীপুর শহরের ২০ নম্বর ওয়ার্ড এর জুগনিতলায় ৭২ তম প্রজাতন্ত্র দিবস পালনে বিজেপির পক্ষ থেকে মহাযজ্ঞ এবং ভারত মাতার পুজো করা হলো মঙ্গলবার। একই সাথে এদিন একটি শহীদ বেদীর উদ্বোধন করা হয়।
গতকালের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য নেতা তুষার মুখার্জি, বিশ্বনাথ পট্টনায়েক, সুদীপ চৌধুরি, ঝুলন কুমার দাস, তুষার কান্তি রথ সহ অন্যান্য কার্যকর্তা ও কর্মী সমর্থকরা।