মুখ্যমন্ত্রী মমতার জন্মদিন উপলক্ষে মেদিনীপুরের এক বৃদ্ধাশ্রমে বৃদ্ধ-বৃদ্ধাদের হাতে তুলে দেওয়া হল দুপুরের আহার
নিজস্ব প্রতিবেদন, প্রতিবছরের মতো এবছরও তৃণমূল সুপ্রিমো তথা মমতা ব্যানার্জির জন্মদিন পালন করল পশ্চিম মেদিনীপুর তৃণমূল কংগ্রেস। পশ্চিম মেদিনীপুর শহর ও জেলা তৃণমূল যুবর তরফে জন্মদিন পালন করা হয়। শহরের বিভিন্ন বৃদ্ধাশ্রমের বৃদ্ধ বৃদ্ধাদের দুপুরের খাওয়া দাওয়া করান মেদিনীপুরে তৃণমূল যুব কংগ্ৰেসের উদ্যোগে দুপুরের আহার নিয়ে হাজির হয় বিভিন্ন আবাসিক বৃদ্ধাশ্রমে। সেখানে বৃদ্ধ-বৃদ্ধাদের সযত্নে খাওয়ানো হয় এবং আশীর্বাদ নেওয়া হয়।
এদিন প্রথমে যাওয়া হয় মেদিনীপুর শহরের মধ্যে অবস্থিত বাসস্ট্যান্ডের বৃদ্ধাশ্রমে। সেখানে বৃদ্ধ-বৃদ্ধাদের দুপুরের আহার পরিবেশন করে দেন তৃণমূলের কর্মী ও নেতৃত্ববৃন্দ। শহরের নজরগঞ্জে অবস্থিত বৃদ্ধাশ্রম এর আবাসিকদের হাতে তুলে দেওয়া হয়। জেলা তৃণমূল যুবর কার্যকরী সভাপতি তথা মেদিনীপুর বিধানসভার ভাবী বিধায়ক প্রার্থী নির্মাল্য চক্রবর্তী জানান, “প্রতিবছরই আমরা রাজ্যের সবার প্রিয় দিদি তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর জন্মদিন পালন করি, এবার ও আমরা দুঃস্থদের খাওয়া-দাওয়া করিয়ে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে এবং তৃতীয় বার ক্ষমতা আনার জন্য আশীর্বাদ নেওয়া হয় এই বৃদ্ধ বৃদ্ধাদের কাছ থেকে। এবছর প্রায় তিন হাজার দুঃস্থদের জন্য দুপুরের আহার এর ব্যাবস্থা করা হয়”।