বিশ্ব শিশু দিবস উপলক্ষে মেদিনীপুরের বিভিন্ন এলাকার পথশিশুদের হাতে তুলে দেওয়া হল খাদ্যসামগ্রী
নিজস্ব প্রতিবেদন, গতকাল প্রাক্তন প্রধানমন্ত্রী চাচা জহরলাল নেহেরুর জন্মদিনে বিশ্ব শিশু দিবস পালন করা হল মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকায়। এদিন চিত্রলেখা অ্যাকাডেমি অফ ফাইন আর্টস প্রযোজিত তরুণ সংঘ ব্যামাগার ও লায়ন্স ক্লাব-এর ব্যবস্থাপনায় মেঘনা এন্টারপ্রাইজ ও শ্রীকৃষ্ণ একাডেমি সহযোগিতায় পথশিশুদের হাতে খাদ্যসামগ্রী দেওয়া হল।
শনিবার মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকা থেকে পথশিশুদের খুঁজে তাদের হাতে তুলে দেওয়া হল কেক, বিস্কুট, চকলেট, বেলুন এবং করা আবহে মাস্ক ও সেনিটাইজার। খাদ্যসামগ্রী পেয়ে শিশুদের মুখেও হাসি দেখা যায়।