একদিকে তৃণমূল কংগ্রেসের ছোট আঙারিয়া শহীদ দিবস, অন্যদিকে বিজেপির শুভেন্দু অধিকারীর জনসভা
নিজস্ব প্রতিবেদন, গরবেতা ছোট আঙারিয়া ২০০১ সালে চৌঠা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের ৫ কর্মীকে হত্যা করেছিল তৎকালীন সরকার। পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পরে ২০১১ সালের চৌঠা জানুয়ারি শুভেন্দু অধিকারীর হাত ধরে শহীদ দিবস পালন করা হয়েছিল ছোট আঙারিয়া এলাকায়।
তারপর থেকেই প্রত্যেক বছরই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ছোট আঙারিয়া এলাকায় শহীদ দিবস পালিত হয়। গতকাল রবিবার থেকে তৃণমূল কংগ্রেসের ছোট আঙারিয়া শহীদ দিবসের প্রস্তুতি শুরু হয়। বোষ্টম মরে তারই প্রস্তুতি করে তৃণমূল কংগ্রেসের। অন্যদিকে গরবেতা শহরে হাইস্কুল ময়দানে বিজেপির শুভেন্দু অধিকারীর জনসভার শেষ মুহূর্তের প্রস্তুতি চলে গরবেতা শহরে।