পাঁশকুড়া বিডিও অফিসের সামনে ডাম্পার এবং বাইকের মুখোমুখি সংঘর্ষ, আহত এক বাইক আরোহী
নিজস্ব প্রতিবেদন, পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পৌরসভার অন্তর্গত পাঁশকুড়া বিডিও অফিসের সামনে ডাম্পার এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত এক বাইক চালক। প্রত্যক্ষদর্শীরা জানান, বাইক আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারে এসে মুখোমুখি ধাক্কা মারে। জানা যায়, আহত বাইক আরোহীর নাম বিভাস মাইতি, কয়া মঙ্গলদারিতে বাড়ি। পেশায় তিনি মুদি ব্যবসায়ী এবং কেরোসিন তেলের ডিলার।
সূত্রের খবর, পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দকুমার মিশ্র ওই রাস্তা দিয়ে পৌরসভায় যাওয়ার পথে দুর্ঘটনাগ্রস্ত বাইক আরোহীকে দেখে সাথে সাথে গাড়ি থেকে নেমে পড়েন এবং তিনি সরজমিনে উপস্থিত থেকে তৎপরতার সহিত অ্যাম্বুলেন্সে খবর দেন। পিতপুর সুপার ফেসিলিটি হাসপাতালের ফাস্ট এড-এর জন্য পাঠানোর ব্যবস্থা করেন।