চন্দ্রকোনা-ঘাটাল রাজ্যসড়কে পথদূর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর, আহত দুই
নিজস্ব প্রতিবেদন, ফের পথদূর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয় দুজন। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে জেলার চন্দ্রকোনা থানার বাঁকা এলাকায় চন্দ্রকোনা-ঘাটাল রাজ্যসড়কে।
পুলিশ সূত্রে জানা যায়, তিন বাইক আরোহী বাঁকা থেকে ক্ষীরপাইয়ের দিকে যাচ্ছিল। সমসময় বিপরীত দিক থেকে একটি ট্রাক ঢুকছিল। ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে ওই বাইক সহ তিনজন। ঘটনাস্থলেই মারা যায় একজন, দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। তিনজনের মধ্যে দুজন সম্পর্কে শ্যালক ও ভগ্নীপতি। জানা গিয়েছে, ঘটনায় মৃত্যু হয় শ্যালকের। ঘটনাকে ঘিরে বেশ কিছুক্ষন ওই স্থানে উত্তেজনার সৃষ্টি হয়।