বামুনদা গ্রামে গাছ কাটতে গিয়ে গাছ থেকে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির
নিজস্ব প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর দাঁতন থানার বামুনদা গ্রামে গাছ কাটতে গিয়ে গাছ থেকে পড়ে মৃত্যু হল মৃত্যুঞ্জয় বর্মন নামে এক ব্যক্তির (বয়স ৩৫), ব্যক্তির বাড়ি কেশরম্ভা গ্রামে। আজ বেলা বারোটা নাগাদ ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় সেই ব্যিক্তিকে তার সহকর্মীরা দাঁতন গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ সেই ব্যক্তির দেহ ময়নাতদন্ত করতে নিয়ে যাবে বলে জানা গিয়েছে। স্থানীয়রা জানান, গাছ কাটার কাজ করতে প্রত্যেক দিনের মতো আজ সকালবেলা কাজে বেরিয়েছিলেন তিনি। আজ বামুনদা গ্রামে কাজ করতে এসে সেখানে এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গাছের ডাল কেটে নামার সময় মাটিতে পড়ে যান তিনি। তারপর অসুস্থ হয়ে পড়লে প্রথমে স্থানীয় এক চিকিত্সকের কাছে নিয়ে যান তারা। পরে তাকে দাঁতন গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছু শেষপর্যন্ত তাকে বাঁচানো গেল না।