শালবনিতে হাতির হামলায় মৃত্যু একজনের, এলাকাজুড়ে শোকের ছায়া
নিজস্ব প্রতিবেদন, শালবনিতে হাতির হামলায় মারা গেল একজন। শনিবার সন্ধ্যে সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের ভীমপুর অঞ্চলের মথুরাপুর গ্রামে এঘটনাটি ঘটে। হাতির হামলায় মৃত ব্যক্তির নাম মনসা মাহাতো, বয়স ৫০ বছর। মৃতের বাড়ি মথুরাপুর গ্রামে। কাজ শেষ করে রাস্তা দিয়ে যখন তিনি বাড়ি ফিরছিলেন সেই সময় স্থানীয় জঙ্গল থেকে একটি হাতি এসে তাকে শুঁড় দিয়ে আছাড় মেরে রাস্তার উপর ফেলে দেয়। ঘটনাস্থলেই মনসা মাহাতো নামে ওই ব্যক্তির মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দারা ছুটে এসে হাতিটিকে স্থানীয় জঙ্গলের দিকে তাড়ায়। ওই ঘটনার ফলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। হাতির হামলা ঘটনায় আতঙ্কের মধ্যে রয়েছেন গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান বন দফতরের কর্মীরাও পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠায়। বন দফতরের পক্ষ থেকে মৃতের পরিবারকে বন দফতরের নিয়ম অনুযায়ী ক্ষতিপুরন দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। ভীমপুর অঞ্চলের লক্ষণপুর ও মথুরাপুর জঙ্গলে বেশ কয়েকটি হাতি রয়েছে বলে গ্রামবাসীরা জানান। শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো মৃতের বাড়িতে গিয়ে তার পরিবারবর্গকে সমবেদনা জানান ও ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। ঘটনায় শোকের ছাড়া নেমে এসেছে গোটা গ্রামে।