খড়গপুর শহরে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মিছিলের আয়োজন
নিজস্ব প্রতিবেদন, গতকাল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মিছিলের আয়োজন করা হয়। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের ২৫ নম্বর ওয়ার্ডের কৌশল্যা মোড়ে এই মিছিলের আয়োজন হয়।
মিছিলে এদিন পশ্চিম মেদিনীপুরের বহু মানুষ অংশ নেন। এই মিছিল কৌশল্যা মোড় থেকে শুরু হয়ে ঝাপেটাপুর পর্যন্ত চলে। হাতে ব্যানার নিয়ে লম্বা মিছিল করে প্রায় ১০০ মানুষ হেঁটে চলে। গতকাল অর্থাৎ শুক্রবার সকাল বেলা এই মিছিল শুরু হয়ে ঝাপেটাপুর পৌঁছয়।