শীতের মরশুমের শুরুতে অনুষ্ঠিত হল মুড়াবনি গ্ৰামে ‘পীড় মিদুন’
নিজস্ব প্রতিবেদন, আদিবাসী সমাজের কৃষ্টি সংস্কৃতি, ধর্মীয় আচার আচরন বজায় রেখে উন্নয়নের লক্ষ্যে গতকাল কেশিয়াড়ী ব্লকের ঘৃতগ্ৰাম ১ নং অঞ্চলের অধীনে থাকা মুড়াবনি গ্ৰামে পারগানা মহলে পীড় মিদুন অনুষ্ঠিত হয়।
সর্বভারতীয় ঐতিহ্যবাহী আদিবাসী সামাজিক সংগঠনের সুপ্রিমো দিশম পারগানা বাবা মানতান নিত্যানন্দ হেমরম ও পারগানা মহলের ও সামাজিক রীতি নীতির ধারক ও বাহক পশ্চিমবঙ্গ রাজ্যের পনত পারগানা বাবা মানতান রবীন টুডুর মত ও পথ অনুসারে এই পীড় মিদুন অনুষ্ঠিত হয়। এদিন বহু আদিবাসী নাচ, ঢোল বাজিয়ে এই পীড় মিদুন উপভোগ করেন। লম্বা লাইন করে পথ দিয়ে হেঁটে যায় তাঁরা।