জঙ্গলে এক ঝুলন্ত পৌরের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ
নিজস্ব প্রতিবেদন, শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার চন্দ্রকোনারোড পুলিশ বিট হাউসের অন্তর্গত ফুলটুসার জঙ্গলে এক অজ্ঞাত পরিচয় পৌড়ের মৃতদেহ উদ্ধার ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য। জানা গিয়েছে, ফুলটুসা গ্রামের মহিলারা জঙ্গলে পাতা কুড়াতে গিয়ে গাছের মধ্যে অজ্ঞাত পরিচয় একটি ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়, সাথে সাথে খবর দেওয়া হয় চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশকে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠিয়েছে। তবে প্রথম দিকে ওই মৃত পৌঁড়ের নাম ও পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায়নি। পরে স্থানীয় সূত্রে জানা যায়, যে মৃত যুবকের নাম রবীন্দ্র মন্ডল, বয়স আনুমানিক ৩৭ বছর। পারিবারিক সূত্রে জানা যায়, যে পারিবারিক অশান্তির কারণেই এই ঘটনা ঘটায় রবীন্দ্র। মৃতদেহটি উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। অন্যদিকে এই ঘটনায় তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ ঠিক কি কারণে গলায় ফাঁস লাগিয়ে ওই যুবক আত্মহত্যা করেছে তা খতিয়ে দেখার জন্য তদন্তের কাজ শুরু করেছে। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে চন্দ্রকোনা রোড বিট হাউসের পুলিশ। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।