ঝাড়গ্রামের খুনের ঘটনায় গাড়ির ড্রাইভার শুভঙ্কর সহ মূল অভিযুক্ত বিশ্বজিৎকে গ্রেফতার করল পুলিশ
নিজস্ব প্রতিবেদন, অভিযুক্ত বিশ্বজিৎ প্রধান(গুরুং), শুভঙ্কর শাহু-কে গ্রেফতার করে কোর্টে তুললো পুলিশ। খুনের ঘটনার পর যে অল্টোগাড়ি করে পালায় অভিযুক্তরা। সেই গাড়ির ড্রাইভার শুভঙ্করকে মানিকপাড়া এবং মূল অভিযুক্ত বিশ্বজিৎকে হাতিবাড়ি মোড় থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, এখনও ব্যাবহার করা আর্মস উদ্ধার করা যায়নি। অভিযুক্তদের জন্য ১০ দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয়েছে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আট দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
উল্লেখ্য, মঙ্গলবার ঝাড়গাম জেলা শহরের ২ নং ওয়ার্ডের বাছুরডোবা এলাকার একটি খেলার মাঠে বিশ্বজিৎ প্রধান নামে এক এনভিএফ কর্মীর গুলিতে মারা যান রাধানগর গ্রামের এক যুবক তাকবীর আলী। ঝাড়গ্রাম হাসপাতালে গুলিবিদ্ধ যুবক মারা যায়। এই ঘটনায় ২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। শুটআউট – এর এই ঘটনায় অভিযুক্ত সহ ৩ জনকে ঝাড়গ্রাম আদালতে তোলা হয়।