গতকাল রাতে খড়গপুর শহরে অস্ত্রসহ দু’জনকে গ্রেফতার করে পুলিশ
নিজস্ব প্রতিবেদন, গতকাল রাতে খড়গপুর শহরে অস্ত্রসহ দু’জনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর টাউন থানার অন্তর্গত নিউ সেটেলমেন্ট এলাকায়। সেসময় উক্ত স্থানে পুলিশ টহল দিচ্ছিল। টহল দেওয়ার সময় সন্দেহভজন দুই ব্যক্তিকে দেখে তল্লাশি চালালে তাদের কাছ থেকে উদ্ধার হয় বন্দুক ও গুলি।
গতকাল মধ্যরাতে বিজয় দাস মুদিয়া ও কৃষ্ণ বাহাদুর দর্জি অস্ত্রসহ ডাকাতির উদ্দেশ্যে দাঁড়িয়েছিলেন নিউ সেটেলমেন্ট এলাকায়। পুলিশ টহল দিতে গিয়ে তাদের দুজনকে ধরে। তল্লাশি চালিয়ে তাদের কাছে একটি ওয়ান শাটার বন্দুক ও তিন রাউন্ড গুলি পাওয়া যায়। আজ তাদের খড়গপুর মহাকুমা আদালতে তোলা হবে।