রাজনৈতিক উত্তেজনাকে সামাল দিতে গতকাল পিংলায় পুলিশের রুটমার্চ
নিজস্ব প্রতিবেদন, হঠাৎ করেই গতকাল পিংলায় পুলিশের রুটমার্চ। গত কদিন ধরেই রাজনৈতিক উত্তেজনার জেরে উত্তপ্ত হয়ে রয়েছে পিংলা। নেতাদের বাড়ীতে বোমাবাজি, বাইক ভাংচুর হয়েছে তৃনমুল বিজেপি সংঘর্ষে। এলাকায় বেশ উত্তেজনার সৃষ্টি হয়।
পরিস্থিতি সামলে এলাকায় শান্তিপূর্ন পরিবেশ রাখার জন্য গতকাল পিংলার মালীগ্রাম বাজার জুড়ে পুলিশের রুটমার্চ চলে। রুটমার্চে উপস্থিত ছিলেন এস ডি পি ও ডেবরা, ডেবরা সি আই কৃস্নেন্দু হোতা, পিংলার ওসি শংখ চ্যাটার্জি সহ অনান্যরা। লাঠি, বন্ধুক হাতে র্যাফ নিয়ে গোটা এলাকায় চলে এই টহল।