মেদিনীপুর শহরের মতিঝিল পুকুর থেকে বিদ্যুত দপ্তরের ট্রান্সফরমার উদ্ধার
নিজস্ব প্রতিবেদন, মেদিনীপুর শহরের মতিঝিল পুকুর থেকে বিদ্যুত দপ্তরের ট্রান্সফরমার উদ্ধার। স্থানীয় মানুষেরা শুক্রবার সকালে পুকুরে স্নান করতে যাওয়ার সময় ট্রান্সফরমারটিকে পুকুরে পড়ে থাকতে দেখেন।
সাথে সাথে বিদ্যুত দপ্তরে খবর দেওয়া হয়। বিদ্যুত দপ্তর আবার কোতওয়ালী থানায় খবর দেয়। এরপর পুলিশ এসে পুকুর থেকে ট্রান্সফরমারটি উদ্ধার করে নিয়ে যায়। পুলিশের প্রাথমিক অনুমান, কেও বা কারা এটি চুরি করে নিয়ে যাওয়ার সময় কোনও সমস্যা হতে পুকুরে ফেলে পালিয়েছে। পুলিশ এলাকায় জিজ্ঞাসাবাদ শুরু করেছে।