বিজেপির পরিবর্তন যাত্রাকে বাসযত্রা বলে কটাক্ষ বিদ্যুৎমন্ত্রী শোভনের
নিজস্ব প্রতিবেদন, বিজেপির পরিবর্তন যাত্রাকে বাসযত্রা বলে কটাক্ষ বিদ্যুৎমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়ের। আজ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সংস্থা লিমিটেডের উদ্যোগে ডেবরা ব্লকে ১৩২/৩৩ কেবি ক্ষমতাসম্পন্ন ইনসুলেটেড সাব স্টেশনের উদ্বোধন এসে, এ রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এভাবেই কটাক্ষ করলেন বিজেপির পরিবর্তন যাত্রাকে। তিনি বলেন, “আমরা যেভাবে ২০১৬ তে ক্ষমতায় এসেছিলাম। যতই চিৎকার করুক, বিরোধী দল এর মর্যাদা পাবে কিনা আমার সন্দেহ আছে। ৪২ টা আসন পেলে বিরোধী দলের মর্যাদা পাওয়া যায়। এককভাবে বিজেপি তাও পাবে না”।
তিনি আরও বলেন, “আজ জে. পি নাড্ডা সভা করতে আসছেন, সভা করে চলে যাবেন। বাংলার প্রতি ভালোবাসা, নাডা অথবা নরেন্দ্র মোদির থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালোবাসা বেশি হবে। এ ব্যাপারে কোন দ্বিমত থাকতে পারে না”। বিজেপির পরিবর্তন যাত্রাকে, বাস যাত্রা বলে কটাক্ষ করে বলেন, ‘দেবতা রথে উঠেন। বাসে মানুষ উঠেন। পারমিশন দিয়ে দিয়েছে। যাত্রা করুক যত পারেন ঘুরে বেড়াক। কোনো অসুবিধে নেই’।