খুঁটি পুজোর মধ্যে দিয়ে জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল চন্দ্রকোণায়
নিজস্ব প্রতিবেদন, এবার শুরু হল জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি। খুঁটি পুজোর মধ্যে দিয়ে জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল চন্দ্রকোণায়। সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা পৌরসভার ৯ নং ওয়ার্ড সুরেরহাট এলাকার মাঠে জগদ্ধাত্রী পুজোর খুঁটি পুজো করা হয়।
চন্দ্রকোণা মিলন মেলা পুজো কমিটির উদ্যোগে এবছর ৪র্থ বর্ষে পড়বে জগদ্ধাত্রী পুজো। এদিন খুঁটি পুজোর মধ্যে দিয়ে প্রস্তুতি শুরু করে দিল উদ্যোক্তারা। প্রতিবছর থিমের উপর জাঁকজমকপূর্ণ পুজোর আয়োজন হত, পুজো কদিন নামিদামি শিল্পীদের এনে চলত সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু এবছর করোনার জেরে সরকারি বিধি নিষেধ মেনে পুজোর আয়োজন করছে উদ্যোক্তারা।