আগামী মুখ্যমন্ত্রীর সভার জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে নন্দীগ্রামে
নিজস্ব প্রতিবেদন, আগামী ১৮ জানুয়ারি অর্থাৎ আগামী সোমবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে সভা করতে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূলের উদ্যোগে নিমতৌড়িতে প্রস্তুতি সভার আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। জেলা তৃণমূল সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় নন্দীগ্রামে কয়েকলক্ষ কর্মী- সমর্থক হাজির হবেন। তাই ইতিমধ্যেই আদাজল খেয়ে মাঠে নেমে পড়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। বিরোধীদের একইঞ্চিও জমি ছাড়তে নারাজ পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল।
প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি নন্দীগ্রামে বিজেপির সভায় শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, মমতার সভার পরের দিন ১৯ জানুয়ারি খেজুরির বিদ্যাপীঠে পাল্টা সভা করা হবে। তৃণমূল নেত্রীর সমস্ত বক্তব্যের পাল্টা জবাব দেবে বলে জানান শুভেন্দু অধিকারী। এই দিনের তৃণমূলের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সভার সভাপতি তথা পাঁশকুড়ার বিধায়ক ফিরোজা বিবি, জেলা যুব তৃণমূলের সভাপতি সুপ্রকাশ গিরি, বিধায়ক অর্ধেন্দু শেখর মাইতি, বিধায়ক অমিয়কান্তি ভট্টাচার্য, বিধায়ক জ্যোতির্ময় কর, বিধায়ক সংগ্রাম দোলুই, জেলা পরিষদের সহ-সভাধিপতি শেখ সুপিয়ান, জেলা কোর কমিটির সদস্য মামুদ হোসেন, হাবিবুর রহমান, দেশপ্রাণ ব্লকের সভাপতি তরুণ জানা প্রমুখ। পাশাপাশি ঐদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সভা থেকে সাধারণ মানুষের লক্ষ্যে কি বার্তা দেন, এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কি তোপ দাগেন সেই দিকেই তাকিয়ে রয়েছে সারা বাংলা র মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষণ কারীরা।