মেছেদাতে প্রায় ২০০ জন দুঃস্থ ছাত্রছাত্রীদের হতে খাতা, কলম তুলে দিলেন মজদুর ট্রেড ইউনিয়নের সভাপতি ইউসুফ আলী
নিজস্ব প্রতিবেদন, বুধবার পূর্ব মেদিনীপুর জেলার মেছেদাতে দোলুই পাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২০০ জন দুঃস্থ ছাত্রছাত্রীদের হতে খাতা কলম তুলে দেন ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের সভাপতি ইউসুফ আলী ও অন্যান্য ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের নেতৃত্ব। তাঁর বক্তব্য অনুযায়ী তিনি শুধুমাত্র একজন রাজনৈতিক নেতা নয় , তিনি গরিব-দুঃখী মানুষের মনের মধ্যে পৌঁছে যাওয়া এক মানুষ, তিনি আম্ফান থেকে শুরু করে তাঁর সমস্ত দান ধ্যান-এর কার্যক্রম প্রতিনিয়ত চলতে থাকে।
পূর্ব মেদিনীপুরের বিভিন্ন স্থানে সামাজিক কার্যকলাপের সাথে যুক্ত থেকে মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের সহযোগীতার হাত বাড়িয়ে দেন সর্বদাই। বুধবার একই কাজ করলেন তিনি। করোনা সংক্রমণকালে বন্ধ থাকা স্কুলের ছাত্রছাত্রীদের মনে শিক্ষার প্রসার বজায় রাখতে মেছেদাতে ছাত্রছাত্রীদের সহযোগীতা করলেন ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের সভাপতি ইউসুফ আলি সহ অন্যান্য নেতৃত্বরা।