কৃষি আইনের বিরুদ্ধে গরুর গাড়ি ও ট্রাক্টর নিয়ে মিছিল খড়্গপুরে
নিজস্ব প্রতিবেদন, কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরুদ্ধে দিল্লিতে আন্দোলনে সামিল বিভিন্ন প্রান্তের কৃষক সংগঠন। এছাড়াও কৃষি আইনের প্রতিবাদে দেশের বিভিন্ন প্রান্তে কৃষকরা বিক্ষোভ মিছিল করেছে। বারংবার বৈঠক হলেও বৈঠক শেষে মেলেনি কোনও রাস্তা। কিন্তু কৃষক তাদের দাবিতে অনড়। কথা মতো আজও বিভিন্ন প্রান্তে কৃষকরা বিভিন্ন কৃষক মিছিলে সামিল হন।
সেমতো প্রজাতন্ত্র দিবসের দিন মেদিনীপুর জেলার খড়্গপুর শহরে আজ কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে নয়াদিল্লিতে কৃষকদেরকে সমর্থন জানিয়ে মিছিল বার হয়। গণতন্ত্র দিবসের দিন সকালে খড়্গপুর আইআইটির মেইন গেট থেকে তালবাগিচা পর্যন্ত গরুর গাড়ি ও ট্রাক্টর নিয়ে মিছিল বার করে বাম ও কংগ্রেসের শ্রমিক সংগঠন।